ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়েটে যথাযথভাবে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

চুয়েট প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১০, ২২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়েটে যথাযথভাবে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ছবি : মেসেঞ্জার

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিন চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার লোকারণ্য হয়ে উঠে।

দিনটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে, প্রভাতফেরির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা হয়। প্রভাতফেরিটি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের উত্তর গোলচত্বর থেকে, যেখানে কালো ব্যাজ ধারণ করে চুয়েটের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চুয়েট সাংবাদিক সমিতি, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক সমিতি, চুয়েট ক্যারিয়ার ক্লাব, আইইইই, চুয়েট ডিবেটিং সোসাইটি, জয়ধ্বনি, চুয়েট স্পোর্টস ক্লাব, চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি, রোবো-মেকাট্রনিক্স এসোসিয়েশন সহ অন্যান্য ক্লাবগুলোর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাদমান রহমান অনন্ত, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী তানবির আহমেদ চৌধুরী ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রিয়া ইসলাম।

সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।

উল্লেখ্য, দিনব্যাপী কর্মসূচি ও উদযাপনে চুয়েট ক্যাম্পাস জুড়ে বিরাজ করে একুশের চেতনার মর্মস্পর্শী পরিবেশ। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জাগিয়ে তুলেছে।

মেসেঞ্জার/আফনান/তুষার