ঢাকা,  সোমবার
২৪ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতবাদে জবি শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতবাদে জবি শিক্ষার্থী ফোরামের বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ বিক্ষোভ পরবর্তী সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে প্লাকার্ড হাতে শিক্ষার্থী ধর্ষক ও সন্ত্রাসীদের বিচার চেয়ে বলেন, আমরা জান মালের নিরাপত্তা চাই। আমরা ধর্ষক ও সন্ত্রাসীদের বিচার চাই। এসবের বিচার না করতে পারলে তা এ সরকারের ব্যার্থতা। সরকারের এ ব্যার্থতা স্বীকার করে নেয়া উচিত।

এ সময় বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা উর্মি বলেন, সন্ত্রাসীরা যেন ফ্রি পাস পেয়ে গেছে। প্রতিদিন ধর্ষণ, ছিনতাই, খুনের খবরে নাগরিকরা আতঙ্কে। গণঅভ্যুত্থানের সরকার যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে তাদের ব্যর্থতা স্বীকার করে ক্ষমতা ছেড়ে দেয়া উচিত।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও জবি ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিলো সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙ্খা ছিলো মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।

মেসেঞ্জার/ইমরান/তুষার