ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

খুলনা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল: জননিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের সোচ্চার অবস্থান

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল: জননিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের সোচ্চার অবস্থান

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশে সাম্প্রতিক অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একটি মশাল মিছিলের আয়োজন করেন। নিরাপত্তাহীনতা, বিশেষ করে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের বিরুদ্ধে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টায় মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা হাতে মশাল নিয়ে স্লোগান দেন—"নিরাপত্তা চাই, নিরাপদ বাংলাদেশ চাই", "ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই", "ছিনতাই-ডাকাতি বন্ধ করো, বন্ধ করো", জননিরাপত্তা নিশ্চিত করো"। তাদের দাবি, সাম্প্রতিক অপরাধের ঘটনায় দেশের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তারা অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ, নারীদের নিরাপত্তা জোরদার করা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন। তাদের প্রতিবাদ শুধু ক্যাম্পাসের ভেতরে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, শিক্ষার্থীদের এই প্রতিবাদ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে আরও তৎপর করবে।

মেসেঞ্জার/ফারুক/তুষার