ঢাকা,  শনিবার
০১ মার্চ ২০২৫

The Daily Messenger

চুয়েট পিএমই বিভাগের কয়লা উত্তোলন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

চুয়েট প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

চুয়েট পিএমই বিভাগের কয়লা উত্তোলন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

গত ২৬ ফেব্রুয়ারি (বুধবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের উদ্যোগে "ফিজিবিলিটি স্টাডি অব কোল মাইনিং অ্যান্ড ইটস চ্যালেঞ্জেস" শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে৷ পিএমই বিভাগের বিভাগীয় সেমিনার কক্ষে বেলা সাড়ে এগারোটায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড-এর জেনারেল ম্যানেজার (মাইন অপারেশন) প্রকৌশলী খান মো. জাফর সাদিক।

সেমিনারে সভাপতিত্ব করেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মিজানুর রহমান। কোরআন তিলাওয়াত করেন সহকারী অধ্যাপক জনাব মামুন-উর-রশিদ, এবং সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক কাকন সুলতানা।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা টেকসই ও দূরদর্শীভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, "জ্বালানি নিরাপত্তার অন্যতম উপাদান হলো কয়লা। পরিকল্পিতভাবে কয়লা উত্তোলন করা গেলে তা জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

তিনি তার বক্তব্যে আরো বলেন, "আমাদের ভূগর্ভে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এগুলোকে পরিবেশবান্ধব উপায়ে উত্তোলন ও ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে বিশ্ব মানবতার উপকার হয়।"

সেমিনারে বক্তারা বাংলাদেশের কয়লা খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কয়লা উত্তোলনের সম্ভাব্যতা ও এর পরিবেশগত প্রভাব বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/আফনান/তুষার