
ছবি : মেসেঞ্জার
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং(পিএমই) বিভাগের আয়োজনে সকল শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজিত হয়েছে।
গত ৫ মার্চ (বুধবার) পিএমই বিভাগীয় সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিলে আয়োজন করা হয়। বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উদ্যোগে এবং সকলের সার্বিক সহযোগিতায় এই আয়োজন সম্পন্ন হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল ভুঁইয়া, যন্ত্রকৌশল অনুষদ এর ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, মেকাট্রনিক্স এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ এবং চুয়েট কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা নুরুল হক ইমাম মাওলানা। এছাড়া ইফতার মাহফিলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আয়োজকদের পক্ষ থেকে পিএমই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুহাইমিনুল ইসলাম নাইম বলেন, ডিপার্টমেন্ট এ কখনও শিক্ষার্থী – শিক্ষক একসাথে ইফতার মাহফিল অনুষ্ঠান করা হয় নাই। যেহেতু এবার মোটামুটি চার ব্যাচ এর ক্লাস চলছিল রোজায়, সেখান থেকেই আইডিয়াটা মাথায় আসে এবং ব্যচমেটদের সহযোগিতায় অনুষ্ঠানটির পরিকল্পনা করি আমরা। সকল স্যার ম্যামদের কাছে কৃতজ্ঞ, অল্প সময়ে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে অনুষ্ঠানটি আয়োজন করতে সাহায্য করার জন্য।
বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, ডিপার্টমেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। শিক্ষক, সিনিয়র, জুনিয়র এবং সহপাঠীদের সাথে ইফতার মাহফিলে সময় কাটানো সত্যিই মনে রাখার মতো একটি মুহূর্ত। এই অনুষ্ঠান আমাদের মধ্যে একতার বন্ধন আরও মজবুত করেছে এবং শিক্ষকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের একটি সুন্দর সুযোগ দিয়েছে। এমন একটি হৃদয়স্পর্শী মুহূর্তের অংশ হতে পেরে আমি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের সুন্দর উদ্যোগ অব্যাহত থাকুক—এটাই কামনা করি।
এসময় অতিথিরা পিএমই বিভাগের এমন আয়োজনের প্রশংসা করেন এবং মাহে রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা করেন। সর্বশেষ মোনাজাতে দোয়া ও ইফতারের মাধ্যমে এই আয়োজন শেষ হয়।
মেসেঞ্জার/আফনান/তুষার