
ছবি : মেসেঞ্জার
সারাদেশে চলমান ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের সার্বিক নিরাপত্তা বিধানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার (৯ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে এ বিক্ষোভ সমাবেশ করে। এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে মুক্ত আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা বিশেষভাবে উল্লেখ করে বলে "মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার তার নিজ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনার বিচারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এর প্রতি সমর্থন জানাচ্ছে। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনকে তাদের সাথে একাত্মতা পোষণ করতে আহ্বান জানিয়েছে তারা।"
আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক ইভান তাহসীভ বলেন, বর্তমানে আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিন কাটাচ্ছি। সমাজ নির্বিচারে খুন, গুম, ধর্ষণসহ অনেক অপরাধে ছেয়ে গেছে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। তাই এর প্রতিবাদে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে। সম্প্রতি মাগুরায় ৮ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। দেশের অবস্থা এমন যে মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে ভয় পাচ্ছে। ধর্ষকদের জনসম্মুখে শাস্তির দাবি জানাচ্ছি।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারুফ হাসান বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি এমন যে একটি ছোট্ট শিশু বাচ্চা তার নিজের নিকটাত্মীয়ের কাছেও নিরাপদ নয়। দেশের এমন পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী।
মেসেঞ্জার/নূর/তুষার