ঢাকা,  সোমবার
১৭ মার্চ ২০২৫

The Daily Messenger

৫ দিনের সরকারি সফরে চীনের পথে জবি উপাচার্য

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ১৭ মার্চ ২০২৫

৫ দিনের সরকারি সফরে চীনের পথে জবি উপাচার্য

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ সরকারের শিক্ষাবিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে চীন সফরে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সোমবার (১৭ মার্চ) দুপুরে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফর শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম আগামী ২১ মার্চ (শুক্রবার) বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। উপাচার্যের ছুটিকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

জানা যায়, এ সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এতে সরকারের বেশ কয়েকজন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

মেসেঞ্জার/নূর/তুষার