ঢাকা,  মঙ্গলবার
১৮ মার্চ ২০২৫

The Daily Messenger

অভ্যুত্থানের নামে যেন নিয়োগ বাণিজ্য না করি : ছাত্র অধিকার সভাপতি

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ১৭ মার্চ ২০২৫

অভ্যুত্থানের নামে যেন নিয়োগ বাণিজ্য না করি : ছাত্র অধিকার সভাপতি

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। ছাত্রদের ডাকে সাড়া দিয়ে মানুষ আন্দোলন করেছে। কারণ বাংলাদেশের মানুষ ছাত্রদেরকে বিশ্বাস করে। কিন্তু সেই অভ্যুত্থানের নাম করে নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজিতে যেন আমরা জড়িয়ে না পড়ি।

সোমবার (১৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে’ তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। পৃথিবীর যেসব দেশে অভ্যুত্থান হয়েছে, সবখানে অভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারকে নিয়ে সরকার গঠিত হয়েছিল। কিন্তু বাংলাদেশে তা হয়নি। তাই আমরা দাবি জানিয়েছিলাম সব ছাত্র সংগঠনকে নিয়ে আমরা সরকারে অংশগ্রহণ করি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাইয়ের পরর্তী সময়ে জবির শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার শ্লোগান দিয়েছে’। কারণ তারা প্রতিবাদী। তারা কোনো অন্যায়ে আপোষ করে না। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব করতে ছাত্র সংসদ প্রয়োজন। আমরা ছাত্র অধিকারের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই।

অনুষ্ঠানে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, জবি ছাত্রদলে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব, সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন।

জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/নূর/তুষার