ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২১, ১৯ মার্চ ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবি : মেসেঞ্জার

ফিলিস্তিনে সংঘটিত গণহত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়৷ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিজ্ঞান ভবন হয়ে বাহাদুরশাহ পার্ক ঘুরে শান্তচত্তর এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা কেন মজলুমদের পাশে দাঁড়াচ্ছো না, কেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছ না। যখন ফিলিস্তিনের মানুষের উপর আঘাত করা হয় সেই আঘাত আমাদের কলিজায় লাগে। আমরা প্রত্যাশা করি আবারও খালিদ বিন ওয়ালিদ আসবে। তরুণ প্রজন্মের মধ্যেই খালিদ বিন ওয়ালিদ ফিরে আসবে।

এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় বিক্ষোভ মিছিলটি। বক্তারা বলেন, নেতানিয়াহুুর দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে। বিশ্বমুসলিম ঐক্যগড় ফিলিস্তিন স্বাধীন করো, জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আর একবার নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে তাকবির আল্লাহু আকবর, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট একশন।

এসময় বক্তারা বলেন, আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। শক্তি সঞ্চয় করতে হবে ইউরোপ আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। আল্লাহ রব্বুল আলামীন বলেন, সমস্ত মুসলমান ভাই ভাই এবং তারা একটি দেহের মত। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যহত হয় তেমনি একটি মুসলিম ভাল না থাকলে অন্যরাও ভাল থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে আমরা এখনও এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ফয়সাল মুরাদ তার বক্তব্যে বলেন ,খিষ্টান ও ইহুদি রাষ্ট্রগুলো সারাজীবন শুধু মানবতার বুলি আওরায় কিন্তু ফিলিস্তিনের প্রশ্ন আসলেই তারা নীরব ভূমিকা পালন করে। তাদের প্রতিহত করে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে।

মেসেঞ্জার/নূর/তুষার