ঢাকা,  শনিবার
২৯ মার্চ ২০২৫

The Daily Messenger

জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ : পবিপ্রবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭, ২০ মার্চ ২০২৫

জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ : পবিপ্রবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ছবি : মেসেঞ্জার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে শহীদ হওয়া জসিম উদ্দিন এর মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ এর ঘটনার জেরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।

এতে উপস্থিত ছিলেন খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো. জান্নাতীন নাঈম জীবন, ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী সৈয়দ স্বাধীন, সোলায়মান বান্না, কৃষি অনুষদের বায়েজিদ, আইন ও ভূমি প্রশাসন অনুষদের মো. নুরুন্নবী সোহানসহ আরও অনেকেই।

উল্লেখ্য যে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে গত ১৮ মার্চ (মঙ্গলবার) রাতে, বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে, পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি সাড়ে ৭ টার দিকে জোর করে নির্জন স্থানে নিয়ে প্রথমে উলঙ্গ করে ভিডিও ধারণ এবং ভিডিও ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করলেও পরে মামলা রুজু করে এবং অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে।

মেসেঞ্জার/তুহিন/তুষার