ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য যবিপ্রবির ‘অদম্য ৭১’ 

নিশাত সুপ্তি, যবিপ্রবি

প্রকাশিত: ১৫:১৭, ১৮ মার্চ ২০২৩

মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্য যবিপ্রবির ‘অদম্য ৭১’ 

ছবি : টিডিএম

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য হচ্ছে ‘অদম্য ১৯৭১’। সংক্ষেপে 'অদম্য ৭১' নামে সকলের নিকট সুপরিচিত। সিমেন্ট দিয়ে তৈরী ভাস্কর্যটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রশাসনিক ভবনের সম্মুখে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। ভাস্কর্যটি শিল্পী মোজাই জীবন সফরী নির্মাণ করেন এবং ২০১৩ সালে এটি উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তথ্য মতে, ভাস্কর্যটির মাধ্যমে বোঝানো হয়েছে, একজন তরুণ মুক্তিযোদ্ধা ও একজন নারী মুক্তিযোদ্ধা যুদ্ধ শেষে ঘরে ফিরছেন। ভাস্কর্যটির কম্পাউন্ডের দৈর্ঘ্য ২৬ ফুট। ২৬ ফুট কম্পাউন্ডের দৈর্ঘ্য দ্বারা মহান স্বাধীনতা দিনস ২৬ মার্চকে বোঝানো হয়েছে। এছাড়া ভাস্কর্যটির বেদীসহ মোট উচ্চতা ২১ ফুট । ২১ ফুট দ্বারা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিকে বোঝানো হয়েছে। বেদীসহ দণ্ডয়মান ফিগারের উচ্চতা ১৬ ফুট । এর দ্বারা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে বোঝানো হয়েছে। 

তাছাড়া ভাস্কর্যটির সামনে এবং পেছনে বেদীর দৈর্ঘ্য ৯ ফুট। বেদীর দৈর্ঘ্য ৯ ফুট দ্বারা মহান মুক্তিযুদ্ধের ৯ মাসকে বোঝানো হয়েছে। অনন্য বৈশিষ্ঠ্য হিসাবে বেদীর ৬ টি উচ্চ ক্রম ধাপ রয়েছে যা দ্বারা মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফাকে বোঝানো হয়েছে । ভাস্কর্যটিতে রয়েছে ৭ টি কলা গাছের ভেলার নকশা যা দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বোঝানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে পরিচিত এই জায়গাটি। ভাস্কর্যটি দেখে নতুন প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অনুধাবন করতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নামের সাথে জড়িয়ে আছে স্বাধীনতার সাথে সম্পর্কিত বিভিন্ন মহামানবের নাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একাডেমিক ভবন, শেখ রাসেল জিমনেসিয়াম, শহীদ মসিয়ূর রহমান হল ও শেখ হাসিনা হল উল্লেখযোগ্য।