জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতেই ঢাকায় পৌঁছাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আয়োজকরা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২১ ডিসেম্বর) রাত ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাহাত ফতেহ আলী খানের বিমান অবতরণ করবে। এরপর রাতে আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি।