ঢাকা,  শনিবার
১৪ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ রশিদ খান আর নেই

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৮:১৬, ৯ জানুয়ারি ২০২৪

শাস্ত্রীয় সঙ্গীতের ওস্তাদ রশিদ খান আর নেই

ছবি: সংগৃহীত

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন। মুত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর। গেল কয়েক বছর ধরে প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। এরমধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। শারিরিক অবস্থার অবনতি হলে শিল্পীকে ভারতের দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। 

মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্রকে রেখে গেছেন এই সংগীতশিল্পী।

১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদা।

মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের সিনেমাতে বহু জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। বাংলাদেশে একাধিকবার সংগীত পরিবেশন করেছেন তিনি।

ওস্তাদ রশিদ খান ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন। এ ছাড়াও ২০১২ সালে বঙ্গভূষণ পুরস্কার লাভ করেন এই শিল্পী।

মেসেঞ্জার/শাহেদ