ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

আম্বানিপুত্রের বিয়েতে একসাথে বচ্চন পরিবার

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ০৯:২৮, ৫ মার্চ ২০২৪

আম্বানিপুত্রের বিয়েতে একসাথে বচ্চন পরিবার

বচ্চন পরিবার। ছবি : সংগৃহীত

অনন্ত আম্বানির বিয়েতে গুজরাটের জামনগরে  মুকেশ আম্বানি হাজির করেছেন পুরো বলিউডকে ।

অনুষ্ঠানে দেখা গেছে পুরো বচ্চন পরিবারকেও। বাদ যাননি ঐশ্বরিয়া রায়ও। 

সম্প্রতি আলোচনা হচ্ছিল যে, বচ্চন পরিবারে সদস্যদের মধ্যে বনিবনা নেই একেবারেই। গত দেড় দশকের বেশি সময়ে একাধিকবার বচ্চন পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বলিউডে। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি ’দা কুমড়ো‘ সম্পর্ক ঐশ্বরিয়ার।  

রোববার (০৩র্মাচ) অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের শেষ দিনে আসে বচ্চন পরিবার। ননদ, শ্বশুর-শাশুড়ি, মেয়ে আরাধ্যা, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেই একই বিমানে জামনগর পৌঁছান ঐশ্বরিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরই আলাদা গাড়িতে উঠে যান শ্বেতা। স্বামী অভিষেককে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বরিয়া। তবে বেরোনোর সময় ননদের সঙ্গে হেসে হেসেই কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। 

এ দিনের জামনগর বিমানবন্দরের এই ছবি যেন স্বস্তি দিয়েছে বচ্চন অনুরাগীদের। 

Messenger/Faria