ছবি: সংগৃহীত
কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। তবে ব্যস্ততার মাঝেই নিজ দেশে ঈদ করার জন্য দেশে ছুটে এসেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। একমাত্র ছেলেকে নিয়ে উদযাপন করছেন এবারের ঈদ।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঈদের নতুন পোশাক পরে ছেলেকে সঙ্গে নিয়ে ৫টি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন পরীমণি। পোস্ট করা এসব ছবিতে ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন অভিনেত্রী।
এসময় ছেলে পদ্ম আর পরী দুজনেই সেজেছিলেন সাদার শুভ্রতায়। ছবিতে তাদের সঙ্গে ছিল পোষ্য কুকুরছানাও। ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পরী পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, ঈদ।
ঈদ উপলক্ষে বাড়িতে নিজ হাতে বাহারি খাবারও রান্না করেছে পরী। ফেসবুকে সে অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এ লাস্যময়ী অভিনেত্রী।
উল্লেখ্য, পরীর এবারের ঈদে বিষাদের নীল বেদনাও লুকিয়ে আছে। কারণ এবারই প্রথমবার প্রিয় নানাকে ছাড়া ঈদ উদযাপন করছেন ঢালিউডের এ অভিনেত্রী।
মেসেঞ্জার/হাওলাদার