ছবি : সৌজন্য
এবারের ঈদউল আযহায় ফোক শিল্পী রোজিনার কন্ঠে 'মজাইয়া মজাইয়া' শিরোনামে'র নতুন গান, সংগীতায়জন করেছেন রাফি, "কে যেন রে গেল প্রেমের একতারাটা বাজাইয়া, বসে আছি যেন প্রেমের বৃন্দাবন সাজাইয়া এমন ছন্দের কথামালায় সাজানো গানটির গীতিকার ও সুরকার শফিক তুহিন, মাওয়া এক্সপ্রেসওয়ে দৃষ্টিনন্দন লোকেশনে নুহু রাজ এর পরিচালনায় ভিডিও সম্পন্ন হয়েছে।
গানটি আগামী ১৬ জুন প্রকাশ পাবে 'surer alo bd'নামক ইউটিউব চ্যানেলে।
শিল্পী রোজিনা বলেন, দর্শক শ্রোতার পছন্দের জন্য গানটি করা, আশাকরি গানটি সবার হৃদয়ে সারা জাগাবে।,
আরো নতুন গান নিয়ে কাজ করছেন পারে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী।
উল্লেখ্য, রোজিনার কন্ঠে "জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তুমি যে অনন্যা, সহ একাধিক গান করেছেন।
মেসেঞ্জার/সজিব