ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

‘আয়নাঘর’ নিয়ে সিনেমা, থাকছেন কারা?

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:২৯, ১২ আগস্ট ২০২৪

‘আয়নাঘর’ নিয়ে সিনেমা, থাকছেন কারা?

ছবিঃ সংগৃহীত

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ ‘আয়নাঘর’। এটি একটি গোপন আটক কেন্দ্র ছিল। সেখানে বন্দিদের ওপর চালানো হতো অমানবিক অত্যাচার। সম্প্রতি সেখান থেকে মুক্তি পাওয়া মানুষের কথাগুলো নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘আয়নাঘর’। জয় সরকারের এই সিনেমায় থাকছেন কারা?

এমন প্রশ্নের জবাবে জয় সরকার বলেন, ‘সিনেমাটির শিল্পী এখনো কনফার্ম নয়। গল্প লেখার কাজ নিয়ে আমরা বসেছি। আব্দুল্লাহ জহির বাবু ‘আয়নাঘর’-এর গল্প লিখবেন। সিনেমাটিতে প্রাথমিকভাবে কেয়া পায়েলকে ভেবেছি। চূড়ান্ত করিনি। গল্প লেখার পরে শিল্পী চূড়ান্ত করবো।’

চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘আয়নাঘর’-এর নাম নিবন্ধন করেছেন নির্মাতা। সিনেমাটি প্রযোজনা করছে র‌্যাবিট এন্টারটেইনমেন্ট।

এর আগে জয় সরকার ২০১৯ সালে কেয়া পায়েলকে নিয়ে ‘ইন্দুবালা’ নির্মাণ করেন। 

মেসেঞ্জার/অঞ্জন