ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

‘আজ গানের দিন’ এ গাইবেন অনুপমা মুক্তি

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ২১:৩৯, ৩১ আগস্ট ২০২৪

‘আজ গানের দিন’ এ গাইবেন অনুপমা মুক্তি

ছবি: সৌজন্য ‍

‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল না কী তোমার মন’ ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের এই জনপ্রিয় গানটির গায়িকা অনুপমা মুক্তি, তার সুরেলা কন্ঠের মাধুর্যে মন কেড়েছেন সংগীতপ্রেমীদের। কণ্ঠের সে মাদকতা নিয়ে এবার তাকে পর্দায় হাজির করছে ‘এনিগমা টিভি’।

আগামী রবিবার (১ সেপ্টেম্বর) কণ্ঠশিল্পীকে নিয়ে আয়োজন ‘আজ গানের দিন’ সিজন-৩ এর তৃতীয় পর্বে তাকে দেখা যাবে।  ইউসুফ আহমেদ খানের সঞ্চলনায় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তিকে নিয়ে সাজানো ‘আজ গানের দিন’। ‘আজ গানের দিন’ সপ্তাহের প্রতি রবিবার রাত ৮:০০ লাইভ দেখানো হবে।

এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা প্রত্যেক শিল্পীর নিজস্বতা তুলে ধরতে চাই। ১ম ও ২য় সিজনের দর্শক-শ্রোতাপ্রিয়তার কারণে ৩য় সিজনকে একুট ভিন্নতা দেওয়া হয়েছে। এই সিজনে থাকছে ৩৬টি পর্ব। আগামী বছরের (১৩ এপ্রিল) এই সিজনের শেষ পর্ব দেখানো হবে।

(৬ এপ্রিল) ঢাকার শান্তিনগরে জন্ম এই গানের পাখির। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল পেয়েছিলেন অনুপমা। তার সঙ্গীতে হাতে কড়ি মাত্র চার বছর বয়সে। ঢাকার হোম ইকোনমিক্স কলেজ থেকে টেক্সটাইল বিষয়ে স্নাতক সম্পন্ন করেন এই গুণী শিল্পী। বাফা থেকেই নজরুল সঙ্গীতে একটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন এবং নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল সঙ্গীতের উপর বিশেষ প্রশিক্ষণ শুরু করেন। ১৯৯৮ সালে বেতারে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 

সঙ্গীতাঙ্গনের বিভিন্ন শাখায় অনুপমা মুক্তির সমান পদচারনা থাকলেও তিনি মূলত শ্রোতা নন্দিত হয়েছেন প্লেব্যাক শিল্পী হিসেবে। ২০০৩ সালে ‘অন্ধকারের চিতা’ চলচ্চিত্র দিয়ে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ‘হাজার বছর ধরে’, ‘গোলাপী এখন লন্ডনে’, ‘দুই নয়নের আলো’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘জননী’ সহ অসংখ্য চলচ্চিত্রে গান করেছেন অনুপমা। 

‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের জন্য তিনি সেরা ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়াও এই শিল্পীর ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ বাচসাস পুরস্কার । “ঝিনুকের মুক্তো” নামে একটি একক এ্যলবামসহ ছয়টি মিশ্র অ্যালবাম রয়েছে তার।

মেসেঞ্জার/তারেক