ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মাতৃত্বকালীন ফোটোশুটে দীপিকা

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ০৯:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

মাতৃত্বকালীন ফোটোশুটে দীপিকা

ছবি : সংগৃহীত

অবশেষে জল্পনার অবসান ঘটলো। সারোগেসি পদ্ধতিতে নয়, নিজের গর্ভেই প্রথম সন্তান ধারণ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে এসে সকল গুঞ্জনে জল ঢেলেছেন রণবীরপত্নী। 

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেবিবাম্পের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। এসময় তার পাশে দেখা গেছে অভিনেতা স্বামী রণবীর সিংকে। দুজনে মিলে বিভিন্ন পোজে ফটোশুট করেছেন। 

সাদা-কালো ছবিতে কয়েকটি পোশাকে দেখা গেছে দীপিকাকে। অনাগত সন্তানকে নিয়ে একফ্রেমে হাসিমুখে ধরা দিয়েছেন বলিউডের পাওয়ার কাপল। 

ছবিগুলি প্রকাশ্যে আসার পরেই অনুরাগীরা দম্পতিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। মালাইকা আরোরা, বিপাশা বসু, ওরি-সহ একাধিক বলিউড তারকা দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, চলতি মাসের ২৮ সেপ্টেম্বর দীপিকা তার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। দক্ষিণ মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দীপিকা ভর্তি হবেন বলেও জানা গেছে। 

যদিও প্রথম দিকে শোনা গিয়েছিল, সন্তান জন্ম দেওয়ার আগেই দীপিকা ও রণবীর পৌঁছাবেন লন্ডনে। সেখানেই এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে আপাতত আর তেমনটা হচ্ছে না। নিজের প্রথম সন্তানকে ভারতের মাটিতেই স্বাগতম জানাতে চলেছেন এই দম্পতি। 

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।

মেসেঞ্জার/আজিজ