ছবি: সংগৃহীত
বিগত একমাস থেকে এমারজেন্সি ছবির মুক্তি নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়েছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। যা গড়িয়েছে আদালত পর্যন্তও। অবশেষে সিবিএফসির দাবি মেনে নেওয়ার ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ‘এমারজেন্সি’।
এদিকে সেই বিতর্ককে সরিয়ে রেখে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত হতে চলেছেন বলিউড ‘কুইন’। কঙ্গনার হিট ফ্র্যাঞ্চাইজি ‘তনু ওয়েডস মনু’র থার্ড ইন্সটলমেন্ট নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, আনন্দ এল রাই পরিচালিত এই ছবির তৃতীয় সিক্যুয়েল আসছে চলেছে। যেখানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতে দেখা যেতে পারে একসঙ্গে তিনটি চরিত্রে। যদিও এই বিষয়ে নিশ্চিত করেননি নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময় ফ্লোরে যাবে ছবিটি।
প্রতিবেদনে আরও বলা হয়, হিমাংশ শর্মা ইতোমধ্যেই তনু ওয়েডস মনু ৩-এর প্লট তৈরি করে ফেলেছেন। তনু ওয়েডস মনু ৩ ছবিটি শুরু হবে যেখানে তনু ওয়েডস মনু রিটার্নস শেষ হয়েছিল। তনু ওয়েডস মনু ৩ রোমান্সের পাশাপাশি কমেডির একটি দুর্দান্ত স্বাদ পেতে চলেছে।
২০১১ সালে মুক্তি পায় ‘তনু ওয়েডস মনু’। কঙ্গনা রানাওয়াত ও আর মাধবন অভিনীত ছবি সিনেমাপ্রেমীদের মাঝে বেশ প্রশংসিত হয়েছিল। এই ছবির জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা।
এদিকে ২০১৫ সালে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে টুইস্ট ছিল কঙ্গনার। দ্বৈত ভূমিকায় একদিকে তনু অন্যদিকে কুসুম চরিত্রে অনবদ্য অভিনয়। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকরা কঙ্গনা-মাধবনের অভিনয় দেখেছে।
মেসেঞ্জার/আজিজ