ঢাকা,  বুধবার
১৮ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

কীভাবে সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো : রাশমিকা

মেসেঞ্জার ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ১৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:০৪, ১৪ ডিসেম্বর ২০২৪

কীভাবে সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো : রাশমিকা

ছবি : সংগৃহীত

ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দিনভর চলে থানা-আদালত নিয়ে টানাহেঁচড়া। অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন এই নায়ক।  

আল্লুর সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটল, অথচ আল্লুর ‘পুষ্পা’ ছবির নায়িকা রাশমিকা মান্দানার নীরব অবস্থান চিন্তিত করেছিল অনুরাগীদের। পরে এ নিয়ে অবশ্য মুখ খুলেছেন নায়িকা।

এক ইনস্টাগ্রাম পোস্টে রাশমিকা লেখেন, ‘এসব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কীভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দু্টি ঘটনায় আমি মর্মাহত।’

(৪ ডিসেম্বর) হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সে ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। ফলে, আল্লু অর্জুনকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে সেই অভিযোগ করা হয়। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করে করে পুলিশ।

তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।

মেসেঞ্জার/তারেক