ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

সুহেল খানের কথায় গাইলেন ফারদিন খান

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১৭:১০, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৭:১৫, ১৯ ডিসেম্বর ২০২৪

সুহেল খানের কথায় গাইলেন ফারদিন খান

ছবি : মেসেঞ্জার

এ প্রজন্মের কণ্ঠশিল্পী এইচ আর ফারদিন খান। নিয়মিত গান করছেন তিনি। সুহেল খানের কথায় ফারদিন খানের কণ্ঠে প্রায় ৩৫টি গান এরই মধ্যে মুক্তি পেয়েছে। সম্প্রতি তার কথায় ‘আহারে’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। গানটিতে সংগীত এবং সুর করেছেন এ এন ফরহাদ। ভিডিওতে মডেল হয়েছেন ফাজিয়া ইসলাম ও নিপুন রাজ। এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে গান-ভিডিও নির্মিত হয়েছে। এস এল কে মিউজিকের ব্যানারে শিগগিরই মিউজিক ভিডিও মুক্তি পাবে।

ফারদিন বলেন, ‘সুহেল খান ভাই এত সুন্দর করে গান লিখেন বরাবরের মতো তার লেখার ভক্ত আমি। আহারে শিরোনামের গানটি আশা করি, দর্শকদের ভালো লাগবে। গানটি গাইতে পেরে আমারও খুব ভালো লাগছে। গানটির মধ্যে নিজের আপনজন হারিয়ে যাওয়ার যে ব্যাথাটা সেটা অনুভব করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘গানে অসাধারণ গল্প ফুটিয়ে তুলেছেন শিউল বাবু ভাই। অসংখ্য ধন্যবাদ এম এইচ রিজভীকে এবং সোহেল ভাইকে আমাকে এত সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। গানটিতে নতুনত্ব পাবেন দর্শক। গানের সম্পূর্ণ শুটিং হয়েছে কক্সবাজার। আলাদা ফ্লেভারে গানটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। আমার গাওয়া বেশ কয়েকটি গানের মধ্যে এই গানটি অন্যতম পছন্দের তাই মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি।’

মেসেঞ্জার/তুষার