ঢাকা,  বৃহস্পতিবার
০২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী

মেসেঞ্জার বিনোদন

প্রকাশিত: ১০:০১, ৩০ ডিসেম্বর ২০২৪

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী

ছবি: সংগৃহীত

বলিউড তারকা মানে কি শুধুই চাকচিক্যে ভরা জীবন? পর্দায় তাদের দেখে বহু দর্শকের ধারণা, জীবন যেন রঙের পাত্রে ডোবানো। সেই পেলব জীবনে যেন কোনো সমস্যাই নেই। দশটা-পাঁচটা চাকরির মতো যন্ত্রণা নেই। কিন্তু সত্যটা কী? সম্প্রতি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন কৃতি শ্যানন। কাজের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তার। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল।

কৃতি বলেছেন, ‘ছবির প্রচার কিন্তু খুবই ক্লান্তিকর একটা কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরও দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল। তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হচ্ছিল। ভেড়িয়ার জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হচ্ছিল। রাতেও কাজ করতে হচ্ছিল। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হচ্ছিল। মনে হত, এই উত্তরগুলি রেকর্ড করে রাখলেই তো হয়। এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।

ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তারকাদের, যা যথেষ্ট বেগ দেয়। কৃতি তাই বলেছেন, ‘ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, ‘আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি।’ চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল।

মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে। তবে যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

মেসেঞ্জার/জেআরটি