ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ এবার প্রেক্ষাগৃহে

কামরুজ্জামান মিলু

প্রকাশিত: ১৬:৪৬, ১৪ জানুয়ারি ২০২৫

অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ এবার প্রেক্ষাগৃহে

ছবি : মেসেঞ্জার

অমিতাভ রেজা মানেই অন্য রকম কিছু। এটার প্রমাণ আয়নাবাজি। তাঁর পরিচালনার যাদু আমরা দেখেছি এই সিনেমায়। দুর্দান্ত মেকিং। যা এখনো আমাদের চোখে লেগে আছে। এরপরই দর্শকের জন্য তিনি নিয়ে আসছেন নতুন এক চমক। নাম ‘রিকশা গার্ল’। দেশ-বিদেশে চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ এবার মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। ১২ জানুয়ারি ছবিটির নতুন ট্রেইলার প্রকাশিত হয়। একইসঙ্গে ২৪ জানুয়ারি ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।

ছবির নির্মাতা অমিতাভ রেজা বলেন, রিকশা পেইন্টিং নিয়ে আমার আগ্রহ ছিলো শৈশব থেকে, সেই আগ্রহ থেকে আমি রিকশা গার্ল নির্মাণ করেছি। নাইমার চোখ দিয়ে, অনেক উৎসব ঘুরে  এখন রিকসা গার্ল এ দেশে কিশোর- কিশোরীদের জন‍্য আমার সিনেমা। আশা পরিবারের সবাই কে নিয়ে এই সিনেমা সবাই হলে দেখতে আসবে।

বিশ্বের ৩০টিরও বেশি দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘রিকশা গার্ল’। ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে, যিনি ছবি আঁকতে পছন্দ করেন। তাদের সংসারে একমাত্র উপার্জনক্ষম মানুষ তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। নাঈমা কোনও উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!

‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।

মেসেঞ্জার/তুষার