ছবি : মেসেঞ্জার
বিপিএল এর এবারের আসরে অন্যতম দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির পারফর্মেন্স সন্তোষজনক। গত আসরের চ্যাম্পিয়ন দলটির এবারের থিম সং ‘ফরচুন বরিশাল’ গেয়েছেন সোহেল রাজ। গানটির সঙ্গীত রি-অ্যারেজও করেছেন তিনি। গানটির ভিডিও ইতোমধ্যে ১.৬ মিলিয়ন ভিউ পার করেছে।
এ প্রসঙ্গে সোহেল রাজ বলেন, ‘ফরচুন বরিশালের জন্য নতুন গান তৈরি করেছিলাম। দলটির মালিক সেটা পছন্দও করেছিলেন। কিন্তু সময় স্বল্পতার কারণে গানটা রিলিজ করতে পারিনি। তাই আগের গানটিই রিমেক করেছি।’
সোহেল রাজের সুর ও কম্পোজিশনে আরো কিছু গান রিলিজের অপেক্ষায় রয়েছে। তার মধ্যে খোকন কুমার রায়-এর ‘ইটিশ পিটিশ ফু’ তে কণ্ঠ দিয়েছেন সোহেল রাজ ও নয়া দামানখ্যাত তোসিবা।
নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাঁদর’ চলচ্চিত্রে দুটি গান করেছেন সোহেল রাজ। ‘হাডুডু’ নামের আরেকটি চলচ্চিত্রেও তার কম্পোজিশনে তিনটি গান ব্যবহুত হয়েছে। যার মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। বাকিগুলোতে সোহেল রাজ নিজেই কণ্ঠ দিয়েছেন। গানগুলো লিখেছেনও তিনি।
গানের জন্য এখন সর্বোচ্চ সময় ব্যয় করছেন জানিয়ে সোহেল রাজ বলেন, ‘দীর্ঘদিন ধরে মিউজিক করছি। সম্ভবত গানের জন্য সামনে ভালো দিন আসছে। ভালো সময়ে ভালো কিছু গান করার ইচ্ছে আছে।’
মেসেঞ্জার/তুষার