ঢাকা,  বুধবার
১৫ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

এক ঝাঁক নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শিলা দেবী

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ২০:২৭, ১৫ জানুয়ারি ২০২৫

এক ঝাঁক নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শিলা দেবী

ছবি : মেসেঞ্জার

ব্যস্ত সময় পার করছেন এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী শিলা দেবী। নতুন বেশকিছু গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ১৬ জানুয়ারি মিউজিক আলফার ব্যানারে মুক্তি পাচ্ছে তার নতুন গান ‌-মেঘ আমি। সাব্বির জামানের কম্পোজিশনে গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। রোমান্টিক ঘরানার এই গানটি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন শিলা দেবী। তিনি আশাবাদী, সুরেলা এই গানটি দর্শকরা বেশ উপভোগ করবেন। গাজীপুরের মনোরম পরিবেশে গানটির দৃশ্যায়ন করা হয়।

চলতি সপ্তাহেই আরেকটি চমক নিয়ে আসছেন সংগীত শিল্পী শিলা দেবী। ভি মিউজিকের ব্যানারে পুরোনো জনপ্রিয় একটি গানকে নতুন ভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। মিউজিক কম্পোজার আলভির কম্পোজিশনে গানটি পেয়েছে অনন্য মাত্রা। সম্পূর্ণ আধুনিক এবং ট্রেন্ডিং ধারা দর্শকরা লুফে নেবে বলে জানান শিলা দেবী।

গুণী এই সংগীত শিল্পী জানান, বর্তমানে আরো বেশ কয়েকটি মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। ভ্যালেন্টাইন ডে ঘিরেও একাধিক মৌলিক গান মুক্তি পাবে বলেও জানান তিনি। শিলা দেবী জানান, দর্শকদের নিয়মিত ভালো গান উপহার দিতে চান তিনি। তাইতো সবসময় ভিন্ন ভিন্ন ধারার গান করে যাচ্ছেন তিনি। কখনও ব্যান্ড, কখনও আধুনিক ঘরানার মিউজিক নিয়ে তাইতো শ্রোতা ও দর্শকদের সামনে হাজির হন তিনি। ২০২৫ এ আরো নতুন কিছু ধামাকা নিয়ে আসবেন বলেও ইঙ্গিত দেন তিনি।

এ পর্যন্ত ৩০টিরও অধিক মৌলিক গান গেয়েছেন শিলা দেবী। নিয়মিত টেলিভিশন প্রোগ্রাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় এই সংগীতশিল্পী।

মেসেঞ্জার/তুষার