ছবি : মেসেঞ্জার
শান সায়েক। তার কণ্ঠে 'কন্যারে' গানটি দারুণ প্রশংসিত হয়। তবে এর বাইরে অন্য ধারার গানও তিনি নিয়মিত করছেন। মর্ডান ফোক গানে যে কজন শিল্পী মুন্সিয়ানা দেখিয়েছেন তাদের একজন তিনি।
সম্প্রতি নতুন বছর উপলক্ষে আবারও একটি মডার্ন ফোক গানের ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে এলেন তিনি। গানের শিরোনাম 'শ্যাম কালিয়া'। শান্ত পথিকের কথায় এটির সুর করেছেন বাসুদেব চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন।
গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন শান। অনেক দিন পর এমন একটি গান প্রকাশ করলেন বলেও জানান তিনি। মিউজিক আলফার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে শ্যাম কালিয়া গানটি প্রকাশ হয়েছে। এছাড়া ডিজিটাল বিভিন্ন প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।
শান বলেন, ‘শ্যাম কালিয়া’ অন্য রকম একটি গান। এরমধ্যে যারা গানটি শুনেছেন তারা প্রশংসা করেছেন। গানের কথা ও সুরের সঙ্গে দারুণ সংগীতায়োজন করেছেন রোকন ইমন। তিনি আমার কন্যারে গানেরও সংগীত পরিচালনা করেছিলেন। আমার বিশ্বাস গানটি শুনলে কেউ নিরাশ হবেন না।
মেসেঞ্জার/তুষার