ছবি: সংগৃহীত
আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। তিনি ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই গ্রুপ কাণ্ডে আওয়ামী লীগের সমর্থন জানার কারণে জনগণের তোপের মুখে পড়েছিলেন ভাবনা। এরপর থেকেই বির্তক যেন তার পিছু ছাড়ছে না।
হাসিনা দেশ থেকে পালানোর পর ভাবনাও গা ঢাকা দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব থাকতে দেখা যায়নি। তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে। নিয়মিত করছেন পোস্ট।
আশনা হাবিব ভাবনা সম্প্রতি কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে ওয়েস্টার্ন পোশাকে ধরা দিয়েছেন। আর ক্যাপশনে উল্লেখ করেছেন, ‘নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য।’
তিনি লিখেছেন, ‘আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমিই সেরা। আমি যোগ্য ছিলাম, সেরাটা পাওয়ার জন্য আমি উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি যা আমি প্রতিদিন সকালে নিজেকে বলে থাকি অভিনয়ের আগে।’
সেই পোস্টের কমেন্ট বক্সে মাহমুদুল হাসান নয়ন লিখেছেন, ‘এত কিছু করে ও আলো আসবে বলে ভাবনা থেকে বেরিয়ে আসেন। আলো আর আসবে না আপনার আপা পালিয়েছে।’ আরেকজনের ভাষ্য, ‘ভাবনা কে দেখলেই ভাবনা বেড়ে যায় ভালোবাসা অবিরাম।’ জনি আলি লিখেছেন, ‘ভাবনা কে দেখলেই ভাবনা বেড়ে যায় ভালোবাসা অবিরাম।’
মেসেঞ্জার/জেআরটি