ছবি: সংগৃহীত
ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী। টালিউডের বহু সিনেমা, ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। তার সৌন্দর্য ও অভিনয় গুণের প্রশংসার যেন কমতি নেই। অনেক সময় নিজেকে সাহসী অবতারে মেলে ধরে ভক্ত-অনুরাগীদের মাঝে উত্তাপ ছড়িয়ে দেন ঋতাভরী। কখনও এসব নিয়ে সমালোচনার মুখেও পড়েন তিনি। তবে সম্প্রতি এক ইভেন্টে অংশ নিয়ে বিদ্রুপের শিকার হলেন অভিনেত্রী। নেপথ্যে, তার সাজ-আশাক!
সেই ইভেন্টে ঋতাভরী যেভাবে সেজে গিয়েছিলেন, সেটা দেখে হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মাঝে; র। অভিনেত্রীর 'উদ্ভট' সাজ দেখে বিদ্রুপ করেছেন অনেকেই। কিন্তু কীভাবে সেজেছিলেন তিনি?
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সেই ইভেন্টে ঋতাভরী চক্রবর্তীকে ভিন্ন লুকে দেখা যায়। তিনি এদিন পার্পল এবং কালো রঙের একটি অফ শোল্ডার গাউন পরেছিলেন। সঙ্গে এক কাঁধে কালো ফারের একটি অংশ ছিল। মাথায় পরেছিলেন কালো ফুল। হাতে পরেছিলেন কালো গ্লাভস। গলায় একটু নেকলেস দিয়ে সাজ সম্পন্ন করেন অভিনেত্রী। আর তা দেখেই হাসি থামাতে পারেননি নেটিজেনরা।
এক ব্যক্তি লেখেন, ‘এটা কী সেজেছে? একেবারেই পাগলি লাগছে।’ দ্বিতীয় ব্যক্তি লেখেন, ‘শক্তিমানে একটা কালো বিড়াল ভূত ছিল না সেটার মতো লাগছে ।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘বাংলার উরফি জাভেদ।’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘এরম উদ্ভট সাজেন কেন?’
ঋতাভরী চক্রবর্তীকে শেষবার দেখা গেছে ‘বহুরূপী’ ছবিতে। শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত সেই ছবিতে নায়িকার বিপরীতে দেখা যায় আবির চ্যাটার্জিকে। ফাটাফাটি ছবির পর বহুরূপী ছবিতে তারা আবার জুটি বেঁধেছিলেন।
মেসেঞ্জার/জেআরটি