ঢাকা,  বুধবার
২৩ এপ্রিল ২০২৫

The Daily Messenger

সীতা হচ্ছেন দক্ষিণের সাই পল্লবী?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ১০ মার্চ ২০২৩

সীতা হচ্ছেন দক্ষিণের সাই পল্লবী?

ছবি : সংগৃহীত

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী নাকি বলিউড অভিষেকের দ্বারপ্রান্তে। আর শুরুতেই তাকে দেখা যাবে `রামায়ণ' সিনেমার সীতার চরিত্রে। নির্মাতা মধু মান্টেনার ‘রামায়ণ’ নিয়ে দীর্ঘদিন ধরে নানা খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। বিশেষ করে এ ছবির কাস্টিং নিয়ে নানা জল্পনাকল্পনা। আগেই খবর ছিল, এই প্রকল্পে রামের বেশে বলিউড তারকা রণবীর কাপুরকে দেখা যাবে। সেই ‘রামায়ণ’ দিয়েই সাই বলিউড যাত্রা করছেন, এমন খবরের বিপরীতে এখনও মুখ খোলেননি এই অভিনেত্রী।

সীতার ভূমিকায় দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে, আগে এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু এই একই নির্মাতার ছবিতে ‘দ্রৌপদী’র চরিত্রে দীপিকা অভিনয় করছেন। তাই সীতার ভূমিকায় নির্মাতারা চেয়েছিলেন অন্য এক অভিনেত্রী। তবে শর্ত ছিল, তাকে অবশ্যই জনপ্রিয় হতে হবে। এবার খবর, ‘সীতা’ রূপে বলিউড সাম্রাজ্যে পা রাখতে চলেছেন দক্ষিণের সাই।

সাই এর আগে এক সাক্ষাৎকারে বলিউডে অভিষেক প্রসঙ্গে বলেছিলেন, ‘কোন অভিনেতার হাত ধরে বলিউডে পা রাখব, তা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। তবে বলিউডে অভিষেকের জন্য আমি প্রস্তুত। আমার কাছে চিত্রনাট্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতা হিসেবে নয়, একজন দর্শক হিসেবে আমি চিত্রনাট্য পড়ি। আর চিত্রনাট্যটা সন্তুষ্ট করলে তবেই আমি ছবিটি করতে রাজি হই। আমি এমন বলিউডি ছবির অংশ হতে চাই, যার চিত্রনাট্য ভালো হবে। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যার সঙ্গে আমি মানানসই হব। শুধু বলিউড ছবি বলেই তাতে অভিনয় করব, এমন কথা নয়। আমি সব ধরনের বলিউড ছবি পছন্দ করি।

টিডিএম/এনএম