ঢাকা,  মঙ্গলবার
০৭ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দেশে ফিরেছেন মাহির স্বামী রকিব সরকার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ১৯ মার্চ ২০২৩

দেশে ফিরেছেন মাহির স্বামী রকিব সরকার

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ও সনিরাজ কার প্যালেসের মালিক রকিব সরকার সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। ২ মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রকিব। 

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং ব্যবসায়ী ইসমাইল হোসেন মামলা ২টি করেছেন। তার স্ত্রী মাহিয়া মাহিও এই ২ মামলার আসামি। 

বিমানবন্দরে নামার পর স্ত্রী মাহি তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে তারা তাদের ঢাকার বাসায় চলে যান।

দেশে ফেরার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন রকিব সরকার। তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মিথ্যা মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করবো। সত্যের জয় হবে। আমি কোনো অপরাধ করিনি।

এদিকে, আজ রোববার মাহিয়া মাহি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লেখেন, 'আলহামদুলিল্লাহ্‌। ' এরপর কয়েকটি ভালোবাসার ইমোজিও জুড়ে দেন মাহি।


 

টিডিএম/এনএম