চিত্রনায়িকা মাহিয়া মাহি ছবি: সোশ্যাল মিডিয়া
সম্প্রতি ওমরাহ শেষ করে দেশে ফিরেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে দেশে ফেরার সাথে সাথেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন। এরপর জামিনে মুক্ত হন।
এসব আলোচনার রেশ শেষ হতে না হতেই ইফতার বিক্রি করতে দেখা গেল নায়িকাকে।
রমজানের শুরুর দিনেই (২৪ মার্চ) নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাকে। ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।
উল্লেখ্য, ২০২২ সালে গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন মাহি। তার রেস্টুরেন্টের নাম ফারিশতা।
টিডিএম/এনএম