![মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন জয় মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন জয়](https://www.dailymessenger.net/media/imgAll/2022February/joy-2303310804.jpg)
ছবি: ইন্টারনেট
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মা ও তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রাওনা হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।
শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন। অভিনেতা তার মা ও স্ত্রীর সঙ্গে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘ওমরাহর উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া করবেন। সঙ্গে মা আর বউ।’
আজ (৩১ মার্চ) একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মহান আল্লাহতালার ঘরে প্রবেশ মাত্রই সামনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করলাম। আমার মা এবং স্ত্রী নামাজ শেষে মোনাজাত ধরলেন। এক পাশে আল্লাহর ঘর । আরেক পাশে মায়ের মোনাজাত। আর স্ত্রীর মোনাজাত। আমার দুই চোখে এর চেয়ে মধুর দৃশ্য আর কি হতে পারে! আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং দোয়া।‘
তিনি আরো লিখেছেন, ‘অনেক ছবি তুলতে পারতাম । কিন্তু আল্লাহর ঘরের সামনে ক্যামেরা উঠে না চোখ নিমগ্ন হয়ে থাকে কাবার আকর্ষণ এ।এক সেকেন্ড সময়ও সেই ঘর থেকে চোখ সরানো যায় না।
টিডিএম/এনএম