কোন রাজনৈতিক প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশ ছাড়াও আরো বেশ কয়েকটি দেশের শ্রমিকদের জন্য ইউএই`র ভিসা বন্ধ আছে বলেও উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। আগামি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য ইউএই`র ভিসা জটিলতা দূর হবে বলেও আস্বস্ত করেন তিনি।