বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস উৎসবমুখর পরিবেশে বাহরাইনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করেছে। দূতাবাস এ দিবস উপলক্ষ্যে বাহরাইনের বিভিন্ন সরকারী দপ্তর এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহযোগিতায় একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এলএমআরএ), ট্রাফিক জেনারেল ডিরেক্টরেট (জিডিটি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আইওএম এর সিনিয়র প্রতিনিধিগণ স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন।