ছবি : মেসেঞ্জার
মালয়েশিরার পুরাতন রাজধানী মালাক্কায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে টামান কোটা লাকসামানার আশেপাশে নির্মাণ সাইটে অভিযান পরিচালনা করে মালাক্কা ইমিগ্রেশেন বিভাগ। এ সময় ১১৭ জন বিদেশী কর্মীদের কাগজ পত্র চেক করে ৯০ জনকে আটক করা হয়।
এদের মধো ইন্দোনেশিয়ার ৮ জন পুরুষ ২ জন নারী, ৭৫ জন বাংলাদেশি, ৪ জন মিয়ানমারের ও ১ জন পাকিস্থানের নাগরিক, যাদের বয়স যথাক্রমে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
মালাক্কা ইমিগ্রেশেন পরিচালক অনির্বাণ ফৌজী মোহম্মদ আইনী বলেন, এ অভিযানে ৯০ জন অবৈধ কর্মীদের গ্রেপ্তার করতে পারলে অনেকে পালিয়ে যায়। গ্রেপ্তার এড়াতে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ময়লা ড্রেনে লাফ দেয়।
গ্রেপ্তারকৃত সকলের আইনিপরবর্তী কার্যক্রমের জন্য ইমিগ্রেশেন ডিপোতে রাখা হয়েছে।
তিনি বলেন, আটককৃতদের ইমিগ্রেশন অ্যাক্ট 1959/63 (অ্যাক্ট 155)/ইমিগ্রেশন রেগুলেশন 1963 এবং অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস এবং অ্যান্টি-স্মগলিং অফ মাইগ্রেন্টস অ্যাক্ট 2007-এর অধীনে তদন্ত করা হয়েছে।
মেসেঞ্জার/বাপ্পি/আপেল