ছবি : মেসেঞ্জার
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নিলাই এবং সেরেম্বানে অভিযান চালিয়ে ৫৫ অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন।
স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আইক কিয়াং বলেন, সোমবার (১৩ মে) থেকে শুরু হওয়া মোট ২৭টি স্থানে দুই দিনের অভিযানে ২০০ বিদেশী কর্মীদের কাগজ পত্র পরিক্ষা করা হয়।
এর মধ্যে ৩০ জন ইন্দোনেশিয়ান, ১১ জন বাংলাদেশি, ৬ জন ভিয়েতনাম ও মিয়ানমারের এবং ২ জন পাকিস্তানি।
গ্রেফতার কৃতদের মধ্যে দশজন মহিলা এবং এক বছরের শিশু ছিল একটি, অভিযানে পাঁচজন ইন্দোনেশিয়ান পুরুষ পালানোর চেষ্টা করেছিল কিন্তু অল্প ধাওয়া করার পরে ধরা পড়ে যায়।
সেখানে তিনি উল্লেখ করেছেন যে ১২ জন স্থানীয় নাগরিক , যারা এই অবৈধ কর্মীগুলোকে নিয়োগ দিয়ে রেখেছে তাদেরকে তদন্ত করে বিচার করা হবে।
মেসেঞ্জার/বাপ্পী/আজিজ