ছবি : সৌজন্য
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোস্তার অভিযুক্ত বাংলাদেশি আশারাফুল ইসলামকে (৩৮) খুঁজছে দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) মালয়েশিয়া। মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোস্তার একটি আলদালতে আশারাফুল ইসলাম মামলায় আভিযুক্ত আসামি।
স্থানীয় সময় শনিবার (২৯ জুন) মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এর ওয়েবসাইট এ তার নাম ও পাসপোর্ট নম্বর প্রকাশ করে এবং সন্ধান চাইছে বাংলাদেশী এই নাগরিকের। অভিযুক্তর পাসপোর্ট নং সহ প্রকাশ করে যার পাসপোর্ট নং হলো, ইএইচ০৩৬৫৭৯৫।
এতে জানা যায়, নির্ধারিত মামলায় চার্জ গঠনের উদ্দেশ্যে ওই ব্যক্তি আলোস্তার একটি দায়রা আদালতে হাজির হতে ব্যর্থ হয়।
আরও জানা যায়, মালয়েশিয়ায় "অভিবাসী প্রত্যাবাসন" কর্মসূচি তে ৭৯ হাজার নিবন্ধন এ উল্লেখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। ব্যক্তি টির তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনসাধারণ অনুরোধ করেছে।
কেউ সন্ধান পেলে অতিদ্রুত তদন্তকারী অফিসার রামলি আবদুল হামিদের সাথে +৬০১৯২৬৭৬৯৫৮ এই নম্বর এ যোগাযোগ করতে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশীদের কিছু খারাপ কর্মের জন্য লাখ লাখ প্রবাসীরা দুঃখ প্রকাশ করছে।
মেসেঞ্জার/দিশা