ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ৮ জুলাই ২০২৪

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

ছবি : মেসেঞ্জার

সংযুক্ত আরব আমিরাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রোববার ( জুলাই) দেশটির স্থানীয় সময় সকাল ১০:৩০ মিনিটের দিকে দূর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কনস্যুলেট দুবাই উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বাংলাদেশিরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)

নিহত প্রবাসীরা একই জায়গায় কাজ করতেন। নিহত পাঁচ বাংলাদেশি দেশটির আজমান প্রদেশে বসবাস করতেন। জানা গেছে, নিহতদের ঢাকার নবাবগঞ্জ দোহার থানার বাসিন্দা।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের প্সভাপতি জিল্লুর রহমান জানান, নিহত পাঁচ প্রবাসী কাজের উদ্দেশ্যে আবুধাবি যাচ্ছিলেন। সময় রাস্তায় তাঁদের বহন করা গাড়িটি আবুধাবির সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছে বলেও জানান তিনি।

মর্মান্তিক দূর্ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ কনস্যুলেট দুবাই উত্তর আমিরাত। হৃদয় বিদারক এমন মর্মান্তিক দূর্ঘটনায় পাঁচ তরুণ প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া বইছে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

মেসেঞ্জার/রিদয়/আপেল