ঢাকা,  বুধবার
৩০ অক্টোবর ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়ায় গাড়ি পরিষ্কার দোকান থেকে ১২ বাংলাদেশী গ্রেপ্তার

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া।

প্রকাশিত: ১৫:১৪, ১১ জুলাই ২০২৪

মালয়েশিয়ায় গাড়ি পরিষ্কার দোকান থেকে ১২ বাংলাদেশী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) গত ৯ জুলাই স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে সেলঙ্গার পেটালিং জয়া এক্সপ্রেসওয়ে এলাকার একটি পেট্রোল স্টেশনে অভিযান চালিয়ে ১২ অবৈধ অভিবাসী কর্মী গ্রেপ্তার করেছে, যারা সকলে বাংলাদেশের নাগরিক বলে জানায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

এ অভিযানে ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের একটি টিম অভিযান চালায়।

অভিযানে ১২ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয় যাদের সকলের মালয়েশিয়ায় বসবাসের জন্য কোন বৈধ কাগজপত্র নাই। গ্রেপ্তার সকলের বয়স যথাক্রমে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। 

দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩এর ধারা ৬(১)(সি)  এর অধিনে একটি অপরাধ সহ বিভিন্ন অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। 

গ্রেপ্তারকৃত সকল বাংলাদেশীকে পরবর্তী পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপো,কুয়ালালামপুর রাখা হয়েছে। 

এ সময় অবৈধভাবে বসবাস কারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেওয়া হয়।
 

মেসেঞ্জার/আজিজ