ছবি : মেসেঞ্জার
সারাদিন কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়া রেমিট্যান্স যোদ্ধাদের বসবাসের স্থানে আগুন লেগে সর্বশান্ত হয়ে পরেছে দেড় শতাধিক বাংলাদেশি কর্মীরা।
স্থানীয় সময় বুধবার (১৭ জুলাই) রাত ১ টায় আগুন লাগার ঘটনা ঘটে।
ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় পাসপোর্ট টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র কোন কিছু আগুন থেকে বাঁচাতে পারনি তারা।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, তারা দুই দিন কোন রকম খেয়ে বেঁচে আছে। এর মধ্যে একজন ফরিদ নামে এক প্রবাসী তাদের একবেলা খাবারের ব্যবস্থ্য করেন।
তাদের নিয়োগ দেওয়া কোম্পানি গুলো এখনো পর্যন্ত তেমন কোন পদক্ষেপ নেইনি বরং খোঁজ পাওয়া গেছে কোম্পানি গুলো তাদের তিন চার মাস ধরে বেতন দিচ্ছে না। ৩/৪ মাস বেতন না পাওয়া ও নতুন করে আগুন লেগে সব পুড়ে যাওয়া কর্মীগুলো বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর যোগাযোগ করলে তাদের কোম্পানির সাথে যোগাযোগ করে ব্যবস্থ্য নিবে বলে জানান দূতাবাসের এক কর্মকর্তা।
আগুন লেগে কোন কর্মীর শারিরীক ভাবে ক্ষতি না হলেও প্রায় শতাধিক পাসপোর্ট পুড়ে যাওয়ায় দূর্চিন্তায় আছে প্রবাসীর্রা। এই বিষয় আমাদের প্রতিনিধি হাইকমিশনে যোগাযোগ করলে তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আভাস দেন।
মেসেঞ্জার/বাপ্পি/আপেল