ঢাকা,  রোববার
০৮ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

প্রবাসে সহিংসতা না করার আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের 

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া 

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ জুলাই ২০২৪

আপডেট: ১৫:৩৯, ২৫ জুলাই ২০২৪

প্রবাসে সহিংসতা না করার আহ্বান মালয়েশিয়া আওয়ামী লীগের 

ছবি : মেসেঞ্জার

দেশে কোটা সংস্কার আন্দোলনের সাথে একমত প্রকাশ করে মালয়েশিয়ায়সহ বিভিন্ন দেশের প্রবাসী যখন বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে আন্দোলনের সাথে এক মত প্রকাশ করেন। এই সকল আন্দোলন বা গণজমায়েত যাতে প্রবাসীরা না করতে পারে সে সব দিক নজর রেখেছিল মালয়েশিয়ার প্রশাসন। স্থানীয় আইন ও শ্রম আইনের অমান্য হলে কর্মীরা শাস্তির মুখোমুখি হবে। 

প্রবাসীদের মঙ্গলের কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে কোন আন্দোলন না করার জন্য আহবান জানিয়েছেন, মালয়েশিয়া আওয়ামীলীগ। 

বর্তমানে বাংলাদেশের বিদ্যমান কোন ইস্যু নিয়ে প্রবাসের মাটিতে কোন আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন না করার আহবান জানিয়েছেন মালয়েশিয়াস্থ আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন। 

মঙ্গলবার রাত ৮ টায় কুয়ালালামপুরের বুকিতবিনতাং এর পিঠাঘরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহবান করেন দলটি।  

তারা আরও বলেন, বিদেশের মাটিতে সবাই শান্তি পূর্ণ ভাবে সহাবস্থান করাই ভালো। ইতিমধ্যে দুবাই তে প্রবাসীদের আন্দোলন করার দায়ে ৫৭ জন বাংলাদেশীর যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে।

এ সময় সময় মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল সহ সিনিয়র নেতৃবৃন্দ মালয়েশিয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বাপ্পী/আজিজ

×
Nagad