ছবি : মেসেঞ্জার
মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও কোটা সংস্কার আন্দোলন এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও মাহফিল এর আয়োজন করা হয়।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাং এর রাঁধুনি বিলাস রেস্টুরেন্টে সংগঠনটির সভাপতি মোঃ মিঠুন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফয়সাল শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান, মালয়েশিয়া শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন মালয়েশিয়া শাখার সহ-সভাপতি আমির হোসেন, নাসিম রেজা সাধারণ সম্পাদক - এইচ এম হাসান অর্থ সম্পাদক শিমুল শেখ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সজিব হাসান অপু, সেলাঙ্গর বিভাগ এর সভাপতি মোঃ শামিম সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বক্তার বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, সরকারি খরচ এ মৃতদেহ দেশে হস্তান্তর, বাজেট এর ৫% প্রবাসীদের জন্য বরাদ্দ সহ ১০ দফা দাবি তুলে ধরেন এবং আরব আমিরাতে আন্দোলনে আটক কৃত প্রবাসীদের দ্রুত সময়ে সাধারণ ক্ষমা জন্য কূটনৈতিক তৎপরতার জন্য সরকার এর কাছে আবেদন করেন।
পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
মেসেঞ্জার/আজিজ