ঢাকা,  রোববার
২২ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিলো মালয়েশিয়া ফোরাম অ্যাসোসিয়েশন

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ১৭:০১, ২৪ আগস্ট ২০২৪

বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিলো মালয়েশিয়া ফোরাম অ্যাসোসিয়েশন

ছবি: মেসেঞ্জার

ভয়াবহ বন্যায় সবকিছু হারিয়ে অসহায় দেশের অনেক জেলার মানুষ। দিশেহার মানুষের পাশে দাঁড়াতে প্রবাস থেকে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশিন (এমবিএফএ)। এই মহতী উদ্যোগে অংশ নেওয়ার জন্য মালয়েশিয়ায় বসবাসরত সকলে প্রবাসীদের আহবান করা হয়েছে।

সংগঠন টির হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়েছে, সংগঠনটির মালয়েশিয়া থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে একটি ফান্ড বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঠানোর একটি পরিকল্পনা গ্রহণ করা হয়ে।

বিচ্ছিন্ন ভাবে প্রবাস থেকে ত্রাণ না দিয়ে হাইকমিশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার আহবান করেন সংগঠনটির নেতৃত্ব বৃন্দ। এই প্রশংসনীয় পদক্ষেপ কে সুন্দর ভাবে কাজে লাগানোর জন্য নির্দেশনা দেন সকল নেতাকর্মীদের। 

যে সকল মালয়েশিয়া প্রবাসীরা এই কাজে সহযোগিতা করতে চান তাদের জন্য, CIMB ISLAMIC BANK BERHAD, A/C name: Md Ruhul Amin Sarker A/C no: 7600846856 অথবা +60195669046 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে ফোরামের পক্ষ থেকে।

মেসেঞ্জার/তারেক