ছবি : মেসেঞ্জার
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম ও বিডি হাব রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭ টা থেকে ২ এরিকালেন মিন্টুতে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য তহবিল সংগ্রহ করে।
সিডনি কমিউনিটি এই তহবিল সংগ্রহে মুক্ত হস্তে দান করেন। আগত অতিথিদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।
আয়োজক কমিটি জানান, যারা তহবিল সংগ্রহে অংশ নিতে পারেননি তারা সরাসরি ব্যাংক একাউন্টও তহবিল জমা দিতে পারবেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম। কমনওয়েলথ ব্যাংক। বিএসবি: ০৬২১৮৫ একাউন্ট: ১০৯৭০২৫২।
সংগৃহীত তহবিলের সমস্ত অর্থ বাংলাদেশের কয়েকটি বিশ্বস্ত দাত্বব্য সংস্থার মাধ্যমে সরাসরি বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন।
মেসেঞ্জার/নাইম/আপেল