ঢাকা,  শনিবার
২১ সেপ্টেম্বর ২০২৪

The Daily Messenger

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মাহফুজুল হক

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ০৮:৫০, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৮:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৪

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন মাহফুজুল হক

ছবি : সংগৃহীত

সরকারের সিনিয়র সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ড. এম মাহফুজুল হক। পরে তার দায়িত্বভার পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ড. মাহফুজকে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী ড. এম মাহফুজুল হককে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত সরকারের সিনিয়র সচিব মাহফুজুল হককে পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

মেসেঞ্জার/দিশা

×
Nagad