ঢাকা,  রোববার
০৬ অক্টোবর ২০২৪

The Daily Messenger

টুরিস্ট ভিসার এক সিন্ডিকেট গ্রুপকে আটক করল অভিবাসন বিভাগ

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ২০:০৮, ৬ অক্টোবর ২০২৪

টুরিস্ট ভিসার এক সিন্ডিকেট গ্রুপকে আটক করল অভিবাসন বিভাগ

ছবি : মেসেঞ্জার

মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) কুয়ালালামপুরের মালুরিতে বৃহস্পতিবার (৩ অক্টোবর) একটি বিশেষ অভিযানে বিদেশীদের টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় আনা একটি সিন্ডিকেট আটক হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই অভিযানে গোয়েন্দাদের সাথে বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া থেকে কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যদের একটি দল অভিযান পরিচালনা করেন। 

জানা যায় দুই সপ্তাহ ধরে পরিচালিত জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অপারেশন টিম ব্যবস্থা গ্রহন করে এবং সফলভাবে 'সিন্ডিকেটের ৩ জন বাংলাদেশীকে গ্রেপ্তার করে। আটককৃত ২ জন বাংলাদেশী পুরুষের কাছে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস ছিল এবং একজন বাংলাদেশী ব্যক্তি অতিরিক্ত অবস্থান করছিলেন।

ঐ দিন একই স্থানে আরো ১৮ বাংলাদেশীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সকলের বয়স ২১ থেকে ৩১ বছরের মধ্যে।  

এ সময় অপারেশন টিম বাংলাদেশী পাসপোর্টের ১৮ কপি, নগদ আর এম ৯৯০ রিংগিত এবং এই দেশে প্রতিযোগিতার সময়সূচী সহ একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি আমন্ত্রণপত্র বাজেয়াপ্ত করেছে যা জাল বলে মনে করা হয়। গ্রেপ্তারকৃত সকল বিদেশী নাগরিককে ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।

দাতো জাকারিয়া বিন শাবান অভিবাসন প্রধান পরিচালক এ সব তথ্য জানান।

মেসেঞ্জার/তারেক

×
Nagad