ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

মালয়েশিয়া আর্ট এন্ড সোল ২০২৪ বাংলাদেশের অংশগ্রহণ

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ১৯:২৩, ২৮ অক্টোবর ২০২৪

মালয়েশিয়া আর্ট এন্ড সোল ২০২৪ বাংলাদেশের অংশগ্রহণ

ছবি : মেসেঞ্জার

মালয়েশিয়ায় বিশ্ব মানের আর্ট গ্যালারি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ। প্রদর্শনীতে প্রথম বারের মতো এবং বাংলাদেশী শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন আমন্ত্রণ জানায় আয়োজক কমিটি, বাংলাদেশে পারভিন্স পেইন্টিং অ্যান্ড হ্যান্ডিক্রাফটস পরিচালক তিনি। মালয়েশিয়ার সি এই এম বি ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় মালয়েশিয়া ট্রেড এন্ড এক্সিবিশন সেন্টারে আর্ট এন্ড সোল মেলা (২৪ অক্টোবর) শুরু হয়ে (২৭ অক্টোবর) পর্যন্ত চলে। 

যেখানে বিশ্বের সেরা আর্ট শিল্পীদের ৩০টির বেশী গ্যালারি ছিল এর অধিকাংশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার। মেলায় প্রতিদিন ক্রেতা দর্শনার্থীর ভিড় ছিল চখে পড়ার মত। এ মেলায় মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী সহ সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ ছিল।

শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন যিনি একমাত্র বাংলাদেশী শিল্পী, আর্ট অ্যান্ড সোল, সিআইএম বি ব্যাংক, মালয়েশিয়া পরিচালক ইসমাইল আনি আরব এর আমন্ত্রণে মালয়েশিয়ায় আর্ট এন্ড সোল মেলায় পরিদর্শন করেন।

একজন বাংলাদেশী হিসেবে এমন একটা আন্তর্জাতিক মানে আর্ট মেলায় অংশ গ্রহণ করতে পেরে গর্ববোধ করেন এবং আগামী বছর যাতে বাংলাদেশ থেকে আর্ট এন্ড সোল মেলায় শিল্পীরা অংশ গ্রহণ করতে পারে সে জন্য আয়োজক কমিটির সাথে কথা বলেন এবং অনুরোধ করেন বাংলাদেশী শিল্পীদের আমন্ত্রণের, এ সময় ক্রিয়েটার ইমরান ছিলেন তার সাথে।

আর্ট অ্যান্ড সোল, সিআইএম বি ব্যাংক, মালয়েশিয়ার পরিচালক ইসমাইল আনি আরব আগামী বছর থেকে বাংলাদেশী শিল্পীদের আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেন। শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন বলেন, তার শিল্পের হাতের ছোঁয়া দিয়ে সারাবিশ্বের কাছে বাংলাদেশ কে তুলে ধরায় তার একমাত্র লক্ষ্য।

সে জন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশে আর্ট এন্ড গ্যায়ালিতে অংশগ্রহণ করে থাকেন।

মেসেঞ্জার/তারেক