ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

ফিনল্যান্ডে দীপাবলির আলোকিত উৎসব

আব্দুল্লাহ ইকবাল, হেলসিঙ্কি ফিনল্যান্ড

প্রকাশিত: ১৭:৫১, ২৯ অক্টোবর ২০২৪

ফিনল্যান্ডে দীপাবলির আলোকিত উৎসব

প্রতি বছরের মতো এবছরেও ফিনল্যান্ডের এস্পোর লেপ্পাভারায় দিওয়ালি উদযাপিত হয় । গত ২৭শে অক্টোবর রবিবার প্রবাসী ভারতীয়সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা দিওয়ালির বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহন করে। নাচে গানে মানুষ মেতে উঠেছেন উৎসবে।

ভারতের বিখ্যাত রাজস্থানের ধোয়াড জিপসি গোষ্ঠী নৃত্য, সংগীত ও আতশবাজি পরিবেশন করে। ধোয়াড জিপসিরা একটি সমৃদ্ধ দল, যারা ২০ বছর ধরে ১১০টিরও বেশি দেশে ১২০০ টিরও বেশি কনসার্ট করেছে এবং বিশ্বজুডে দর্শকদের মুগ্ধ করেছে। শিল্প নির্দেশক এবং প্রতিষ্ঠাতা রহিস ভরতি এই গোষ্ঠীর নেতৃত্ব দেন। তাদের পরিবেশনায় থাকে ধোলাক এবং তবলা ঢোল, ভারতীয় হারমোনিয়াম এবং কাস্তানেটস।

তাদের পরিবেশিত নৃত্যগুলি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উল্লেখযোগ্য সনাতনী, জৈন এবং শিখদের উপস্থিতি লক্ষ করা যায়। এছাড়া প্রবাসী হিন্দু পরিবারগুলো সন্ধ্যায় বাসাবাড়িতে আলোকসজ্জা এবং ঘরের চারপাশে মোমবাতি ও নকশা করা মাটির মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দীপাবলির মূল আহ্বান সর্বত্র আলো উদ্ভাসনের প্রার্থনা করে।

উল্লেখ্য, ফিনিশ-ইন্ডিয়ান সোসাইটি এবং এস্পো সিটি কালচারাল এর সহযোগিতায় দিওয়ালির আলোর উৎসব অনুষ্ঠিত হয় ।

মেসেঞ্জার/ইএইচএম