ঢাকা,  বৃহস্পতিবার
৩১ অক্টোবর ২০২৪

The Daily Messenger

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের হটকারি সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া

প্রকাশিত: ১৭:৪৭, ৩১ অক্টোবর ২০২৪

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের হটকারি সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : মেসেঞ্জার

মালয়েশিয়ায় বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের হটকারি সিদ্ধান্তে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণে বাধ্যতামূলক করা ও মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদ। স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিন্তাং একটি রেষ্টুরেন্ট এ সংবাদ সম্মেলনের আয়োজনে  বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা অংশ গ্রহণ করেন। 

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী মালয়েশিয়া ৬ মাসে প্রায় ২৪ হাজার প্রবাসীর এম আর পি পাসপোর্ট আবেদন আটকে আছে ঢাকায়।

ঢাকার পাসপোর্ট অফিস থেকে পাওয়া তথ্যে জানা যায় এমআরপি পাসপোর্টের জন্য কালি পেপার সহ যে সকল জিনিস প্রয়োজন তা ফুরিয়ে যাওয়ায় নতুন করে এমআরপি পাসপোর্ট প্রিন্টে জটিলতা সৃষ্টি হয়, ফলে সকল কেই ই-পাসপোর্ট করার অনুরোধ করা হয়েছে তবে মালয়েশিয়ায় ই-পাসপোর্ট করতে গিয়ে তথ্য গত কারণে তা বাধা গ্রস্ত হচ্ছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন জানিয়েছে যে, প্রবাসীদের এম আর পি পাসপোর্ট অনুযায়ী ভিসা থাকায় তাদের অবশ্যই ই-পাসপোর্ট  এমআরপি পাসপোর্ট অনুযায়ী থাকতে হবে, অন্যথায় তাদের ভিসা দিবে না কর্তৃপক্ষ। ইতিমধ্যে অনেকের ভিসা দেয়নি বলে জানা গেছে।

অধিকাংশ প্রবাসীর এম আর পি পাসপোর্ট, জন্ম নিবন্ধ ও ভোটার আইডি কার্ডের তথ্যের অমিল থাকায়, ই-পাসপোর্ট করতে ভয় পাচ্ছে। এ কারণে প্রবাসীদের দাবি কোন শর্ত না রেখে ই-পাসপোর্ট টি সরাসরি এমআরপি পাসপোর্টের তথ্য অনুযায়ী করা হোক।

এছাড়াও সংবাদ সম্মেলনে তারা বলেন, বাংলাদেশ হাইকমিশনে আওয়ামী লীগ সরকার পন্থী অফিসাদের অবিলম্বে ঢাকায় ফিরে নেওয়ার কথাসহ তারা আরো উল্লেখ করেন, প্রবাসীদেরকে বিপদে ফেলে এসব হটকারি সিদ্ধান্ত গ্রহণে কাদের সুবিধা আছে  অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন তাদের। এ ছাড়াও বে সরকারি প্রতিষ্ঠান ESKL কে কার স্বার্থে মালয়েশীয়া প্রবাসীদের সকল তথ্য তুলে দেওয়া হচ্ছে? সেটাও পরিস্কার করতে হবে হাইকমিশনকে।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন দেশে-বিদেশে যায়িত্বে থাকা কিছু সচিবরা। আর বেশিদিন নেই প্রবাসীরাও এই সরকারের সমালোচনা করবে। এমআরপি পাসপোর্ট বন্ধ, জোরপূর্বক ই-পাসপোর্ট গ্রহণে বাধার করা এবং কৌশলে এমআরপি পাসপোর্ট ছাপা বন্ধ রাখা। এটি হতে পারে প্রবাসীদের ক্ষেপানোর কৌশল।

অন্তবর্তী সরকার কে ব্যার্থ করতে সরকারি চাকরি জীবিতদের ষড়যন্ত্র সামনে আসছে বলে মনে করেন তারা, ফলে আবার যাতে ফ্যাসিবাদী সরকার দেশের ক্ষতি না করতে পারে সে দিকে খেয়াল রাখার অনুরোধ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের।

মেসেঞ্জার/তারেক