ঢাকা,  শনিবার
২১ ডিসেম্বর ২০২৪

The Daily Messenger

আমিরাতে সাধারণ ক্ষমার সময় বৃদ্ধি

ইউএই প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০১, ১ নভেম্বর ২০২৪

আমিরাতে সাধারণ ক্ষমার সময় বৃদ্ধি

ছবি : মেসেঞ্জার

সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার সময়সীমা আরো দুইমাস বৃদ্ধি করেছে দেশটির সরকার। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগিয়ে অনিয়মিত প্রবাসীরা চলতি বছরের শেষদিন (৩১ ডিসেম্বর) ২০২৪ পর্যন্ত জরিমানা মওকুফ করে দেশত্যাগ বা বৈধ রেসিডেন্সি ভিসা নিয়ে নিয়মিত হতে পারবেন। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই ঘোষণা দেয়। 

(১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই স্কিমটি মূলত (৩১ অক্টোবর) শেষ হওয়ার কথা ছিল। তবে দেশটির সরকার বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ প্রবাসীদের কথা মাথায় রেখে সাধারণ ক্ষমার মেয়াদ চলতি বছরের শেষদিন পর্যন্ত বৃদ্ধি করেছে। যাতে করে দেশটিতে অবস্থানরত অবৈধ বাসিন্দারা তাদের ভিসা নিয়মিত করতে পারেন।

আইসিপি ইউএই'র মহাপরিচালক মেজর জেনারেলের সুহেল সাঈদ আল খাইলি বলেছেন, "সংযুক্ত আরব আমিরাত এর ৫৩ তম ইউনিয়ন দিবস উদযাপন করবে। একই সাথে সাধারণ ক্ষমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি দেশের (ইউএই'র) মানবিক ও সভ্য মূল্যবোধের মূর্ত প্রতীক হিসাবে উপস্থাপন করে।

তিনি আরো জানান, এই সময়ের মধ্যে অবৈধ বাসিন্দারা জরিমানা মওকুফ করে পূনরায় প্রবেশের নিষেধাজ্ঞা ছাড়াই আরব আমিরাত ছেড়ে নিজদেশে ফিরে যেতে পারবেন। এছাড়াও ক্ষমার আওতায় প্রবাসীরা নতুন কর্মসংস্থান ভিসা নিয়ে দেশটিতে নিয়মিত হতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতে কর্তৃপক্ষ বা আইসিপি (ICP) জানায় যে, অবৈধভাবে বসবাসকারীরা আমিরাত জুড়ে যেকোনো আইসিপি কেন্দ্রে, সেইসাথে অনুমোদিত টাইপিং সেন্টার এবং অনলাইন চ্যানেলগুলিতে আবেদন করতে পারে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত সরকার সর্বশেষ ২০১৮ সালে সাধারণ ক্ষমার আওতায় অবস্থা সংশোধন বা কোনো শাস্তি ছাড়াই দেশ ছাড়ার সুযোগ দেয়। তবে দেশটির সরকার ২০০৭ সাল এমন কার্যক্রম চালুকরে। এর ধারাবাহিকতায় শুরু করা চতুর্থ সাধারণ ক্ষমা কর্মসূচি চলছে এবছর।

মেসেঞ্জার/আশরাফুল/তারেক